বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
সাখাওয়াত হোসেন (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।
সারা দেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ , হাইওয়ে থানার ওসি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার , পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা , বাংলাদেশ সেনাবাহিনীর বকশীগঞ্জের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন সহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ১২টি পূজা মন্ডপের সভাপতিবৃন্দ গণ তাদের নিজ নিজ বক্তব্যে তুলে
ধরেন।
এই প্রেক্ষিতে উপস্থিত সভাপতি তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেকটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা আওতভুক্ত রাখতে হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দূর্গাপূজাকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুস্কৃতিকারীরা কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে বা গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রতিটি মন্ডপে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা- ঘটাতে না পারে সেদিকে সবার সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এ দুর্গাপূজা উৎসবে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।
উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্য ও নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।